নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এসময় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার বিকেল ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের অদুরে মহেশপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী জেনিন পরিবহনের একটি বাসটি মহেশপুর এলাকায় পৌঁছালে ধাপেরহাট থেকে পলাশবাড়ীগামী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সুমন ও যাত্রী আব্দুল হান্নান ও তার ছেলে মোহাম্মদ হোসেন নিহত হন।
এছাড়া অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী আহত হলে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর গর্ভবতী আরজিনা মারা যান। নিহতদের মধ্যে দুইজনের বাড়ি সাদুল্যাপুর ও বাড়ি দুজনের বাড়ী পলাশবাড়ী উপজেলায়।
এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় বাসটি আটক করা হলেও ঘাতক চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাইওয়ে পুলিশের চোখের সামন দিয়ে মহসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল করায় এমন পরিস্থিতি।