Home আর্কাইভ খুলনায় তেল ডিপোতে আগুন, নিহত ৩

খুলনায় তেল ডিপোতে আগুন, নিহত ৩

Published:August 20, 2018


Published: 13:03:03
443
0

নিজস্ব প্রতিবেদক: খুলনার খালিশপুরে মেঘনা তেল ডিপোতে অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

খুলনা খালিশপুর থানার ওসি মোশাররফ হোসেন জানান, অগ্নিকাণ্ডে তিনজনের নিহতের খবর পাওয়া গেলেও এখনও তাদের নাম-পরিচয় জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ জানা যায়নি বলে তিনি জানিয়েছেন।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ অগ্নিকাণ্ডে দগ্ধদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

আরও পড়ুন: 
সদরঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়
ফেনীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬